‘ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ’ বলে কীসের ইঙ্গিত দিলেন নুসরাত ফারিয়া

আব্দুল আজিজের সঙ্গে নুসরাত ফারিয়া
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। অভিনয়ে যার শুরু হয়েছিল চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার।
এরপর প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে। কাজের সূত্রে ভালো সম্পর্ক হয়ে উঠে প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন হয়। তারপর আর একসঙ্গে দেখা যায়নি তাদের।

এবার ফের হঠাৎ করেই জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে দেখা গেল নুসরাত ফারিয়াকে। বুধবার (২২ জানুয়ারি) সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজেদের একটি ছবি পোস্ট করে আবেগঘন পোস্ট দিয়েছেন এ নায়িকা।

নুসরাত ফারিয়া তার পোস্টে লিখেছেন, ‘২০১৪ সালে কাতারে চ্যানেল আই সেরা কণ্ঠের গ্র্যান্ড ফাইনালে আজিজ ভাই আমাকে প্রথম পারফর্ম করতে দেখেন। এরপর অনেকবার সিনেমার অফার করলেও ভয়ে রাজি হইনি। ২০১৫ সালে কলকাতায় বিজ্ঞাপন শুটে আবার দেখা। এরপর আমার প্রথম সিনেমা জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে।’